অ্যাপল পাই, কেক আর সিলভিয়া প্লাথ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 12 Dec 2024

1960 বার পড়া হয়েছে

Shoes

সিলভিয়া প্লাথ তার ডায়রিতে লেমন মুরাঙ পাইয়ের উল্লেখ করেছেন ‘দারুণ সুখাদ্য’ হিসাবে। খাবারটা ফরাসী। মুরাঙ নামে মিষ্টি স্বাদের এই খাবার তৈরি হয় চিনি আর ডিমের সাদা অংশ মিশিয়ে। ফরাসী দেশে এ দিয়ে তৈরি হয় পাই। প্লাথ তার ডায়রিতে লিখেছেন,তখনকার দিনে লেবু দিয়ে তৈরি কাস্টার্ড ঠাণ্ডা রাখার জন্য বাথরুমের ভিতরে দেয়াল আলমারিতে রেখে দিতেন।

তখন স্মিথ কলেজের ছাত্রী সিলভিয়া প্লাথ। যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সে তল্লাটে কোথাও কারো ঘরে ফ্রিজ ছিলো না। অনেক সময় লেবু দিয়ে দই বানিয়েও তিনি বাথরুমের আলমারিতে রেখে দিতেন। খেতে ভালোবাসতেন কবি। রান্নায়ও ছিলো তার সমান দক্ষতা। পরবর্তী জীবনে বাড়িতে বহু অতিথির জন্য একা হাতে রান্না করেছেন তিনি।

সেই রান্নাঘরেই ইলেকট্রিক ওভেনে মাথা ঢুকিয়ে আত্মহত্যা করেছিলেন কবি। মৃত্যুর আগে কি তার মনে পড়েছিলো প্রিয় অ্যাপল পাইয়ের কথা? ‘আনব্রিজড জার্নাল অফ সিলভিয়া প্লাথ’ বইতে তিনি লিখেছেন, অ্যাপল পাই তার মন ভালো করে দেয়।

রান্নার ক্ষেত্রে অবশ্য ফরাসী লেখিকা রেমবাইওরের  বিখ্যাত রন্ধন বিষয়ক বই ‘জয় অফ কুকিং’ ছিলো প্লাথের কাছে বাইবেলের মতো। সুযোগ পেলেই উল্টে যেতেন বইয়ের পাতা আর আবিষ্কার করতেন নানান রান্নার প্রণালী।

‘জার্নাল অফ সিলভিয়া প্লাথ’বইতে তিনি বাঁধাঁকপি দিয়ে তার প্রিয় একটি নাস্তার রেসিপি উল্লেখ করেছেন। টোস্ট রুটির সঙ্গে বাঁধাকপি, খাজা শুকরের মাংস আর আলু দিয়ে তৈরি করতেন তিনি সকালের সেই নাস্তা। সঙ্গে থাকতো প্রিয় পানীয় কফি।

সিলভিয়া প্লাথ তার লেখা আলোচিত উপন্যাস ‘বেলজার’-এ অনেকবার নানান ধরণের খাবারের উল্লেখ করেছেন। গবেষকরা বলছেন, সিলভিয়া খাবার পছন্দ করতেন। তার প্রমাণ তিনি লিখে দিয়েছেন। পানীয় হিসেবে কফির পাশাপাশি তার পছন্দের তালিকায় ছিলো শেরি সঙ্গে বাদাম।

সিলভিয়া প্লাথ কবিতায় লিখেছেন,‘‘জীবন থেমে গেছে মৃত্যুর শীৎকারের সামনে’’।

তিনি আত্মহত্যা করেন ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারী। সে বছর লন্ডনে দেড়শ বছরের মধ্যে সবচািইতে বেশি ঠাণ্ডা পড়েছিলো। এতাই ঠাণ্ডা পড়েছিলো যে পাইপের ভিতরের পানি জমে বরফ হয়ে গিয়েছিলো।

তথ্যসূত্রঃ প্যারিস রিভিউ

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199