একশ দুই বছরে জয়েসের ইউলিসিস

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 14 Mar 2024

2355 বার পড়া হয়েছে

Shoes

স্পেনের শিল্পী এদুয়ার্দে আরিওস ৮০’র দশকের শেষ দিকে বেশ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররাও তার রোগটা ধরতে পারছিলেন না। আরিওস নিজেও বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন প্রলম্বিত অসুস্থতা নিয়ে। শেষে একটা সময়ে তার শরীর সেরে ওঠে। অসুস্থতার সময়ে তিনি ছবি আঁকছিলেন প্রখ্যাত কথাশিল্পী জেমস জয়েসের ‘ইউলিসিস’ উপন্যাসের অলংকরণের জন্য। সুস্থ হয়ে উঠে তিনি বলেন, তার রোগ সেরেছে ইউলিসিস নিয়ে কাজ করতে করতে।

এর আগে কখনেই পাঠকরা ‘ইউলিসিস’ উপন্যাসে কোনো ধরণের অলংকরণ দেখেননি। জয়েসের মৃত্যুর ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে এই উপন্যাসের সঙ্গে অলংকরণ যোগ করার পরিকল্পনা হাতে নেন আরিওস। কারণ জয়েস ছিলেন তার অতি প্রিয় লেখক। কিন্তু তার পরিকল্পনায় বাধ সেধেছিলেন জয়েসের নাতি স্টিফেন জয়েস। স্টিফেনের কথা ছিলো, তার দাদু কখনোই চাননি এই উপন্যাসের সঙ্গে কোনো অলংকরণ যুক্ত হোক। কিন্তু ইতিহাস তো তা বলে না। উপন্যাসটি লেখার পর জেমস জয়েস চেয়েছিলেন বইতে অলংকরণ থাকুক। আর তাই তিনি ছবি আঁকতে অনুরোধ করেছিলেন পাবলো পিকাসো এবং আঁরি মাতিসকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দুই শিল্পীই জয়েসের বইয়ের অলংকরণ করে দিতে রাজি হননি। মাতিস তখন হোমারের ‘ইউলিসিস’ মহাকাব্যের অলংকরণ নিয়ে ব্যস্ত ছিলেন। সেই প্রত্যাখ্যান জয়েসের জন্য ছিলো ভীষণ অপমানজনক। তারপর ‘ইউলিসিস’ উপন্যাস প্রকাশিত হয় কোনো অলংকরণ ছাড়াই। হয়তো জয়েসের রাগ আর অভিমান মিশে ছিলো উপন্যাসের সেই প্রথম প্রকাশের সঙ্গে।

জেমস জয়েস

এই ঘটনার অনেক বছর পর আরিওস তুলি ধরলেন তার প্রিয় ঔপন্যাসিকের পৃথিবী বিখ্যাত উপন্যাসের অলংকরণ করার জন্য। নাতি স্টিফেনের সামনে এসব প্রমাণ হাজির করে তাকে রাজিও করে ফেলেলন। শুরু হলো আরিওসের বিমূর্ত চিত্রকর্মের কাজ। আরিওস এই উপন্যাসের বইয়ের জন্য ১৩৮ টি রঙিন এবং ২০০টি সাদা কালো ছবি আঁকেন। কিন্তু এই অলংকরণেউপন্যাসে যুক্ত হবার আগেই ২০১৮ সালে এদুয়ার্দে আরিওস পৃথিবী থেকেই বিদায় নেন। তারপর আবার সেই ছবিগুলো মুখ থুবড়ে পড়ে থাকে।

কিন্তু ভালোবাসার সৃষ্টি বোধ হয় শেষ পর্যন্ত আলোর মুখ দেখে। আরিওসের আঁকা ছবিগুলো আলোচনায় ফিরে আসে।‘ইউলিসিস’ উপন্যাসের প্রকাশনার ১০০ বছর উপলক্ষ্যে ২০২২ সালে যে নতুন সংস্করণ ছাপার উদ্যোগ নেয়া হয়েছে তাতে যুক্ত করা হচ্ছে আরিওসের আঁকা ছবি। এই নতুন সংস্করণটিতে জয়েসের অনুরক্ত পাঠদের কাছে বাড়তি আকর্ষণ হবে এদুয়ার্দে আরিওসের বিমূর্ত চিত্রকলা।


তথ্যসূত্র ও ছবিঃ লিটারেরি হাব, গুগল  

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199