আজও নাইনটিন এইটি ফোর

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 30 Nov 2023

2505 বার পড়া হয়েছে

Shoes

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর রাশিয়ায় একটি আইন পাশ করে নিয়েছেন রুশ সাংবাদিকদের বিরুদ্ধে। এই আইনের বলে রাষ্ট্র সাংবাদিকদের রুশ-ইউক্রেন যুদ্ধকে যুদ্ধ বলতে দেবে না।তাদের লিখতে হবে, সামরিক অভিযান। কিন্তু ২০২২ ও ২৩ সালে রাশিয়ায় সবচাইতে বেশি পঠিত বইয়ের তালিকায় এক নম্বরে আছে জর্জ অরওয়েলের ‘নাইনটিন এইটি ফোর’ উপন্যাসটি।

জর্জ অরওয়েল

তাস বার্তা সংস্থা তাদের এক রিপোর্টে বলছে, গেলো বছর এবং চলতি বছরের অন্তিমে এসেও রুশ অনলাইনে সবচাইতে বড় বই বিক্রেতা ‘লিটতাস’-এর তালিকায় অরওয়েলের দুঃস্বপ্নসম এই উপন্যাসটি শীর্ষস্থান দখল করে আছে। রাশিয়ায় বই বিক্রির মাধ্যমগুলোতে এই বইটি রয়েছে দ্বিতীয় স্থানে।

এরিক আর্থার ব্লেয়ার ছদ্মনামে লিখতেন। এই উপন্যাসটিও তিনি জর্জ অরওয়েল নামের আড়ালে থেকে লিখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পর ১৯৪৯ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট আলোচিত হয়ে উঠেছিলো কোল্ড ওয়ার নামে। ১৯৮৮ সালে এই উপন্যাসটি সোভিয়েত দেশে নিষিদ্ধ হয়ে যায়।

অরওয়েল তখন বলেছিলেন, উপন্যাসের প্রেক্ষাপটে তিনি স্তালিনের একনায়কতন্ত্রের ভৌতিক ছায়াকেই তুলে এনেছেন। মানুষের নৈমিত্তিক জীবন যেখানে নজরবন্দী, সামাজিক পরিবেশ শ্বাসরোধী। অরওয়েল তাঁর উপন্যাসে ‘বিগ ব্রাদার’ নামের আড়ালে একনায়কতন্ত্রী স্তালিনের ভীতিকর ছায়াকেই ব্যবহার করেছেন। উপন্যাসে রাজনৈতিক দলটির শ্লোগান হচ্ছে, ‘যুদ্ধই শান্তি, মুক্তি একধরণের দাসত্ব আর অজ্ঞানতাই হচ্ছে সাফল্যের পথ’।

মজার ব্যাপার হচ্ছে, রুশ পাঠকরা এই বইটি সবচাইতে বেশি ডাউনলোড করেও পাঠ করেছেন। অরওয়েল উপন্যাস লেখার জন্য বেছে নিয়েছিলেন স্কটল্যান্ডের একটি ছোট্ট দ্বীপ। ডেইলি অবজারভার পত্রিকায় কর্মরত তার এক বন্ধু ডেভিড অ্যাস্টর তাকে প্রায় জনমানবহীন এই জায়গার সন্ধান দিয়েছিলেন। ওই দ্বীপে তখন কোনো বিদ্যূৎ সংযোগ ছিলো না। ছিলো না ডাকঘরও। বাইরের পৃথিবীর সঙ্গে অরওয়েলের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো ব্যাটারিচালিত একটি রেডিও। সন্ধ্যাবেলা প্যারাফিন ল্যাম্পের আলোর নিচে বসে অরওয়েল তার লেখার কাজ চালাতেন।

তথ্যসূত্রঃ গার্ডিয়ান

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199