দুটি কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 7 Apr 2024

4045 বার পড়া হয়েছে

Shoes
তানিয়া হাসান

রাঙা সিগন্যাল

 অসহায় চায়ের কাপ

 একটা নির্ভর খেয়ায়

নিশ্চিন্তপুরের পথ খুঁজে

 অথচ গুগল বারংবার

 ব্যর্থ!

 কমলা মানচিত্রে ঘুমের

কোনো বাড়ি নাই

 অন্ধকারের

 উচ্চাঙ্গইংগিত

 তেতুল ফুলকে যে

 হুশিয়ারি সংকেত

 পাঠিয়েছিলো

ভুল টাইপিং তারে

 ব্যভিচারী বলেই চিনে

 যদিও সকল

 গতকালেরা এখন

 বাগানবিলাসে দোল খায়

 

 বকাটে আঙুলের নেশা

নেশা  গতিবিধি সাদা

 সিগন্যালের সাথে সখ্য

 না গড়েই

 ঘোলা করে তলসমুদ্র

 একটা রাঙা প্রতিশ্রুতির

 দাপটে

 

 এমন নগ্নক্ষেত্রফলে

 হলুদ কৈতরের

 আত্মহননের কথা

 ছিলো

 টাপুরটুপুর গুলোর পঙ্গু

 মিছিল

সমাপ্ত হওয়ার

 কথাছিলো বেওয়ারিশ

 মর্গে

 কিন্তু সকাল যে হলোই!

 

 তাহাদের

 ত্রিকোণমিতির

 সমাধানে

 জ্বরের ঘোর, নিভিয়ে

 দিলো সবুজ হাতছানি

সব ফিলোসোফি

 কাজল পড়ে

 চিহ্নিত হলো, হাওয়া

 শুধু ফাগুনের!

 

জলঋতু

 তোমাদের মায়ায় চলে

 গেলে তোমরা… অছিয়তনামায় লিখে

 গিয়েছিলে বৃষ্টিবার!

 ত্রিভুজের মধ্যে বিন্দুর

সত্যতা না-থাকলেও

 'তিন হেফাজতে'

 আমায় বসিয়ে গিয়েছো

 আসনহীন কেন্দ্রে!

                  পৃথিবী

মূলত ফুলের সৌরভ,

 মূক আলিঙ্গন ও

 তৃষ্ণাঋতুতেই বিশ্বাসী।

 তাই মৌমাছিদের

 ব্যস্ততা বাড়লোই,

রংধনুর খোঁজে

 নিরুদ্দেশ হতেই হলো

 ফোঁটাকে।

 

 তোমরা চেয়েছিলে

 তিনটি সরলরেখায়

                 আবদ্ধ

 

হোক এক ছাউনি।

 লেখাগুলো সরলনীতিই

 অনুসরণ করছে

                     তবে

 ভিন্ন-ভিন্ন বৃত্তে;

 তোমাদের অস্তিত্ব

 ভুলেই গিয়েছিলো বৃত্ত…

                   

                খুব জরুরি

 ছিলো একটা নির্দিষ্ট

সূত্রের।

 কালের সংজ্ঞায় ভুল

 করা অর্বাচীনের কাঁধে

                     চাপিয়ে

 দিয়ে গেলে ত্রিকাল!

 কতটা শক্তিশালী ছিল

নিথর উপস্থিতি

               

                    হয়তো

 দেখেনি ছত্রভঙ্গ মান।

তোমাদের দেওয়ালের

মূর্খ ঘড়ি

                   অ্যালার্ম

 

 বাজালো তাই ভুল

সময়ে।

 এতটাই কি শ্যাওলা

পড়েছিলো মায়ায়!

                         চলে

 গেলে!

 যেতেই হলো

 তোমাদের!

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199