আলম হায়দারের ২টি কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 21 Mar 2024

2710 বার পড়া হয়েছে

Shoes
আলম হায়দার

নৈঋত আকাশ

হয়তো আরো কিছুদূর বিরামহীন শাস্ত্রবাক্য জড়ো

হবে।বিতর্কিত সূতোর প্রামাণ্য বুনন জানে রূপকার।

আলোর গুচ্ছ বালকের ম্রিয়মান হাত। প্রবাদপ্রতিম দু:খবোধ ফেলে আসা কাঠের দুয়ারে  কড়া নাড়ে।

 

তোমাকে আমার আরো কিছু কথা বলার ছিল তুমি অরণ্যের সীমারেখা বদলে দিয়ে সৈকতের

নিরালায় সমাহার অর্থে খুঁজেছ নৈঋত আকাশ -

তারপর পুস্তক প্রনালীর বেদম প্রহার  মুছে দেয় সব

 

আলোকবর্ষের গণিত

অবশেষে দিনশেষে কোথাও দিনই থেকে যায়,

পার্শ্ব চরিত্রের বাহারি বেনারস কমলা রঙের,

ছিপ ভেঙে জলের গভীর অরণ্যে আঁশটে গন্ধ মাছ,

দ্বিপ্রহর ঢলে পড়ে মাপকাঠির অন্তরঙ্গ আলিঙ্গনে।

রক্ত আঁকা আলপনার  দায় শুধু তোমারই একার ,

পৌরহিত্য বীজমন্ত্রের দীক্ষা আজ ভুলে গেছে সবে,

কাঙ্খিত প্রস্থান চলে যায় শূন্য হাতে। অক্ষরের বৃত্ত

ভেঙ্গে নিরলোকে দিব্যরথ আলোকবর্ষের গণিত ।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199