রুশ লোকগল্প আর যত খাবার

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 28 Nov 2024

3040 বার পড়া হয়েছে

Shoes

রুশ লোকগল্প ‘গোল রুটি’-এর কথা মনে পড়ে? সেই যে এক হতদরিদ্র বুড়ো বুড়িকে ডেকে গরম রুটি বানিয়ে দেয়ার জন্য আবদার করেছিলো। বুড়িও তার আবদার রাখতে হাঁড়ি চেঁছে, ময়দার টিন ঝেড়ে কোনোরকমে দু‘মুঠো ময়দা বের করেছিলো। ভীষণ গরিব ছিলো তারা। তারপরেও স্বামীর অনুরোধে সামান্য ঘি জোগাড় করে ময়ান দিয়ে বুড়ি তার স্বামীর জন্য ঘিয়ে ভাজা গোল রুটি তৈরি করে দিয়েছিলো। এই রুটি তৎকালীন সোভিয়েত রাশিয়ায় ‘ক্লোব’ বা হলদে রঙের গোল রুটি রুশ গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে।

রুটি রুশ দেশের মানুষদের নিত্য আহারের সঙ্গী। প্রাচীন সময়ে দেশটির ধনী মানুষরা ময়দার তৈরি রুটি খেলেও দরিদ্র মানুষদের খেতে হতো ভুষিযুক্ত আটা, ওট বা রাই দিয়ে তৈরি এক ধরণের লালচে আটার রুটি।
আলেকজান্দার আফানাসিব ১৮৫৫ কে ১৮৬৩ সালের মধ্যে রুশ দেশের লোকগল্পগুলি সংগ্রহের গুরুত্বপূর্ণ কাজটা করেন। সেই গল্পগুলি থেকে রুক্ষ, ঠাণ্ডা রাশিয়ার সাধারণ মানুষের খাবার সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়।

‘কুড়ুলের জাউ’ আরেকটি বিখ্যাত লোকগল্প। সেই গল্পে সৈনিক চরিত্রটি এক বৃদ্ধার কাছে জাউ খেতে চেয়েছিলো। রুশ দেশের মানুষের খাদ্য তালিকায় জাউয়ের জনপ্রিয়তা খুবই বেশি। জাউকে বলা হয় ‘কাসা’। যুদ্ধে যাওয়ার আগে সেই সৈনিক কাসা দিয়ে তার রাতের আহার সারতো। তাই সে যুদ্ধ থেকে ফিরে পথের ধারে এক বুড়ির কাছে কাসা বা জাউ খেতে চেয়েছিলো।
রুশ দেশের লোকগল্পে শালগমের প্রসঙ্গও উঠে এসেছে। ‘কেঠো পা ভালুক’ গল্পে  এক চাষী দম্পতি কষ্ট করে খেতে শালগমের চাষ করতো আর ভালুক এসে সেই শালগম খেত লণ্ডভণ্ড করে দিতো।
‘গপ্পী বউ’ গল্পে সরু চাকলির কথা রুশ লোকগল্পের পাঠকদের আজও মনে আছে। এই সরু চাকলি বা ব্লিনি হচ্ছে রাশিয়ার বিখ্যাত প্যান কেক। ব্লিনি অথবা প্যান কেক তৈরি হয় ‘বাকহুইট’ বা এক ধরণের আটা দিয়ে। রুশ দেশে বিভিন্ন অনুষ্ঠানে আজও প্যান কেক তৈরি করা হয়।
রুশ দেশে রান্নাঘরে বিশেষ জায়গা দখল করে আছে মাশরুম। সেই ছবি গল্পগুলিতেও ব্যাপক ভাবেই পাওয়া যায়। ‘সিভকা বুর্কা’ গল্পে বুড়োর দুই ছেলে ছিলো। বড় ছেলেটি চাষাবাদ করতো আর ছোট ছেলে মাঠে যেতো ব্যাঙের ছাতা সংগ্রহ করতে। সেই ব্যাঙে ছাতাই সম্ভবত মাশরুম।  
শীতের দেশে আপেলের প্রচুর ফলন হয়। বিভিন্ন লোকগল্পে আপেলের প্রসঙ্গ অনেকবার এসেছে। ‘রাজহাঁস আর ছোট্ট মেয়ে’ গল্পে মেয়েটি আপেল গাছকে প্রশ্ন করে,
‘‘আপেল গাছ, আপেল গাছ, বলো না হাঁসের দল কোনদিকে উড়ে গেছে?’’
রুশদেশের লোকগল্পে বিচিত্র ধরণের খাবারের বিবরণ এভাবেই নানান চরিত্র আর ঘটনার মধ্যে ছড়িয়ে আছে।

তথ্যসূত্রঃ অন্যস্বর, কলকাতা
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199