অ্যালান পো‘র ঘুমিয়ে পড়া কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 3 May 2024

2445 বার পড়া হয়েছে

Shoes
allan_poe
অ্যালান পো

এডগার অ্যালান পো‘র ঘুমিয়ে পড়া কবিতা ‘ফর অ্যানি’। সেই প্রেম ও পদ্যের ওপর দিয়েও বয়ে গেছে প্রায় দেড় শতাব্দীর আলোছায়া। নিউইয়র্কের ব্রঙ্কসে ভাঙা দেয়াল দিয়ে সেলাই করা নড়বড়ে একটা দুই ঘরের বাড়িতে এসে ওঠেন পো। সঙ্গে অসুস্থ স্ত্রী ভার্জিনিয়া এবং শাশুড়ি মারিয়া ক্লিম। সময়টা ১৮৪৬ সাল। কবি, ঔপন্যাসিক ও রহস্য কাহিনীর লেখক পো‘র আশা ছিলো রাজরোগ যক্ষায় আক্রান্ত স্ত্রী হয়তো ব্রঙ্কসের আলো হাওয়ায় সুস্থ হয়ে উঠবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ১৮৪৬ সালে ভার্জিনিয়ার মৃত্যু হয় সেই দারিদ্র্য-বিক্ষত বাড়িতেই। সেই বাড়ির শোবার ঘর থেকেই আবিষ্কৃত হয় অ্যালান পো‘র লেখা বিখ্যাত কবিতা ফর অ্যানি‘র খসড়া। allan_poe

কে ছিলো সেই অ্যানি যাকে নিয়ে কবিতা লিখে ফেলেছিলেন পো? বছরে ১০০ ডলার ভাড়ার সেই ভগ্ন কুটিরে বসে পো লিখেছিলেন ‘দ্য বেলস’, ‘ইউরেকা’কবিতাগুলো। কবিতার সেই নারীর আসল নাম ছিলো ন্যান্সি রিচমন্ড। অ্যালান পো বোস্টনে থাকার সময় ন্যান্সির সঙ্গে দেখা হয়েছিলো। বিবাহিত ন্যান্সি বসবাস করতেন ম্যাসাচুসেটস রাজ্যে।

পো নিজের লেখায় ন্যান্সি বিষয়ে লিখেছেন, ‘এই শূন্য ঘরে তার উপস্থিতি, তার শীর্ণ কপালে তার নরম আঙুলের স্পর্শ ছাড়া বেঁচে থাকাই কঠিন।’

অ্যালান পো নিজেও এই কবিতাটার বিষয়ে এক ধরণের মুগ্ধতায় আক্রান্ত ছিলেন। কবিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘ফর ফ্যানি আমার লেখা সেরা কবিতাগুলোর একটি। আমি এখানে দারুণ সুন্দর সব চরণ লিখেছি।’

পো আর ন্যান্সির মধ্যে প্রেম গড়ে ওঠার আগেই ফুরিয়ে যায়। হঠাৎ জ্বলে ওঠা আগুন নিভে গেলেও ভালোবাসার অনুভূতিটুকু অ্যালান পো‘র মনের মধ্যে থেকে যায়। অ্যালান পো‘র মৃত্যুর পর ন্যান্সি কবিতাটার কথা জানতে পারেন। ভদ্রমহিলা তখন নিজের নামের প্রথম অংশ পাল্টে রাখেন অ্যানি।

অ্যালান পো‘র এই কবিতাটি আগামী জুন মাসে সুথবি নিলাম ঘরে নিলামের জন্য উপস্থাপন করা হবে। সুথবির কর্তারা আশা করছেন কবিতাটি ৪ থেকে ৬ লাখ ডলারে বিক্রি হবে।

তথ্যসূত্রঃ নিউইয়র্ক টুডে

ছবিঃ গুগল

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199