একটি উজ্জ্বল মাছ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 15 Jun 2023

4255 বার পড়া হয়েছে

Shoes

‘আমি কবিতা লিখি-এ কথা কেউ বললে খুব লজ্জা হতো আমার। কলেজের হোস্টেলে থাকি। শ্রীঘ্রই অনান্য আবাসিকেরা জেনে ফেললো আমি কবিতা লিখি। আমার রুম-মেটই বোধ হয় ফাঁস করে দিয়েছিলো ব্যাপারটা। আমাদের রান্নাঘরের দেয়ালে একটি নোটিশ বোর্ড লাগানো ছিলো।হোস্টেল কর্তৃপক্ষের নোটিশগুলো আঠা দিয়ে ওই বোর্ডে সেঁটে দেয়া হতো। ওই নোটিশ বোর্ডে আমার লেখা কবিতাগুলো সেঁটে দিতে লাগলাম।সবগুলির বিষয়বস্তু হোস্টেলের খাবার-দাবার সম্বন্ধে ছাত্রদের অভিযোগ। ডালে কেনো ডাল প্রায় থাকেই না, মাংস কেনো ঘন ঘন খেতে দেয়া হয় না-এই সবই ছিলো নোটিশ বোর্ডে সাঁটা কবিতার বিষয়বস্তু। আমার অন্য কবিতা গোপন করে রাখতাম।’

কবি বিনয় মজুমদারের আত্মপরিচয় লেখায় তিনি তরুণ বয়েসে কবিতা লেখার শুরুর গল্পটা এভাবেই বলেছেন। কিন্তু তারও আগে? কিশোর বয়স থেকেই তো তার কবিতা লেখার শুরু।বাংলা কবিতার এই আশ্চর্য কবির মনের গঠন, চেতনালোক সক্রিয় উঠতে শুরু করেছিলো কৈশোরে। তিনি নিজেই সে সম্পর্কে লিখেছেন, ‘প্রথম কবিতা যখন লিখি তখন আমার বয়স তেরো বছর। নানান কারণেই এই ঘটনাটি আমার স্পষ্ট মনে আছে। কবিতাটির বিষয়বস্তু ছিলো এই রকম-এক পালোয়ান ব্যক্তি বাজি ধরে চলন্ত মোটর গাড়িকে টেনে পেছিয়ে নিয়ে এলো। এর পরেও আমি মাঝে মাঝে কবিতা লিখতাম। কিন্তু, ষোল, সতেরো বছর বয়স পর্যন্ত কী লিখেছিলাম, কবিতাগুলির দশা কী হয়েছিলো, এখন আর মনে নেই।’

বিনয় মজুমদারের কোনো কবিতা কলেজের দেয়ালপত্রিকায় অথবা ম্যাগাজিনে ছাপা হয়নি। তিনি নিজেই প্রবন্ধে লিখেছেন, কলেজে পড়ার সময় তিনি প্রায় পঞ্চাশটি কবিতা লিখেছিলেন। কিন্তু সেই কবিতা লেখা খাতাটিই হারিয়ে যায়।তারপর বিনয় মজুমদারের কবিতা লেখা থেমে থাকেনি। আরেকটি প্রবন্ধে নিজের কাব্যভাবনা এবং কবিতার একটি চরিত্র দাঁড় করানো বিষয়ে তিনি নিজেই লিখছেন, ‘‘এইভাবে ১৯৫৮ খৃষ্টাব্দ চলে গেলো। ১৯৫৯ খৃষ্টাব্দটি কোনো চাকুরি না করে শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। এই সময়ে প্রচুর বিদেশী সাহিত্য পাঠ করি। ধীরে ধীরে আমার মনে কবিতা রচনার একটি নির্দিষ্ট পদ্ধতি আবির্ভূত হয়’’।

বিনয় মজুমদার ১৯৬০ সালে গ্রামের বসবাস তুলে দিয়ে কলকাতায় চলে আসেন এবং সর্বক্ষণিক ভাবে কবিতা লিখতে শুরু করেন।বিনয় মজুমদার তার অন্য একটি লেখায় বলেছেন, ‘‘মানব জীবনের সম্পূর্ণ এক অজ্ঞাত লোক আমি আবিষ্কার করেছি। পৃথিবীর জড়, উদ্ভিদ ও মানুষের একত্রিত বাসের কারণ, উপায় প্রভৃতি ভালো ভাবে বুঝতে পেরেছি। আমার কবিতা লিখতে অসুবিধা হচ্ছে না’’।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199