শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটগল্প সম্মান

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 29 Mar 2024

3680 বার পড়া হয়েছে

Shoes

 Antonym Council of Global Art and Literature (ACGAL) একটি অবাণিজ্যিক সাহিত্য সংগঠন। সাহিত্যের নানান বিষয় নিয়ে কাজ করে চলেছে সংস্থাটি। তারই এক উদ্যোগ, ‘গল্পবিশ্ব’। উদ্দেশ্য বাংলা গল্পকে অনুবাদের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। তাই 'গল্পবিশ্বে'র স্লোগান "গল্পবিশ্ব--বাংলা গল্পের বিশ্বায়ন"। ২০২২ সাল থেকে এই সংস্থা শুরু করেছেন 'শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প সম্মান'। বিশ্বের নানান পত্র-পত্রিকায় প্রকাশিত বাংলা ছোটোগল্প নিয়ে শুরু হয়েছে এই উদ্যোগ। লেখক ও সম্পাদকদের কাছে সংস্থা আবেদন করেন সেই বছর প্রকাশিত সেরা ছোটোগল্প পাঠাতে। তার মধ্যে থেকে বিচারক মণ্ডলী বেছে নেন ওই বছরের সেরা বারোটি গল্প। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা-সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত এই ছোটোগল্প সম্মান লেখকদের হাতে তুলে দেওয়া হয় শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে (মার্চ মাসের শেষ সপ্তাহে) । তারপর গল্পগুলো একত্রিত করে সংকলন গ্রন্থ প্রকাশ করা হয় শ্যামল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু দিনে (সেপ্টেম্বর মাসে)। এর পাশাপাশি চলতে থাকে গল্পগুলোর ইংরেজি অনুবাদের কাজ। ইংরেজি সংকলনও প্রকাশ করেন এবং সেই সংকলনটি তাঁরা পাঠান বিশ্বের বিভিন্ন জায়গাতে, আন্তর্জাতিক পুরস্কারের জন্য। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 'শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প সম্মান ২০২৩' এর ফলাফল। যে তালিকায় প্রবীণদের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের তরুণ কথা-সাহিত্যিকরা। তালিকায় রয়েছেন সাধন দাস (গল্প - আঙুরফল বিষ), দেবব্রত মুখোপাধ্যায় (গল্প – অপদার্থের সময়মূল্য), সুকান্ত গঙ্গোপাধ্যায় (গল্প – রূপান্তর), আনসারউদ্দিন (গল্প – অর্থনীতির এপাশ ওপাশ), নীহারুল ইসলাম (গল্প – বারেক বৃত্তান্ত), ভূপাল চক্রবর্তী (গল্প – নাইট কেষ্ট), শতদল মিত্র (গল্প – কমরেট), বিশ্বদীপ দে (গল্প – হেঁটে যাওয়া), শুদ্ধেন্দু চক্রবর্তী (গল্প – পাইথিয়াসের চিঠি), দীপারুণ ভট্টাচার্য (গল্প – পঞ্চাশ বছর পরে), মৌসুমী রায় (গল্প – মা ষষ্ঠীর আপন পর) এবং পূর্বা কুমার (গল্প – চিকনকথা)। এরমধ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা দীপারুণ ভট্টাচার্যের ‘পঞ্চাশ বছর পরে’ গল্পটি প্রকাশিত হয় আমাদের 'প্রাণের বাংলা' পত্রিকায়। এজন্যে আমরা বিশেষ ভাবে আনন্দিত। শ্যামল গঙ্গোপাধ্যায় খুলনা জেলায় জন্মেছিলেন, ১৯৩৩ সালে। ৪৭-এ দেশ ভাগের পর তাঁর পরিবার কলকাতায় চলে যায়। তাঁর ৯১ তম জন্মদিন উপলক্ষে কলকাতার রোটারি সদনে আগামীকাল ৩০ মার্চ বিকেল ৫টায় গল্পকারদের হাতে তুলে দেওয়া হবে এই ছোটোগল্প সম্মান। প্রবেশ অবাধ।

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199