মায়কোভস্কির শেষ চিঠি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 14 Nov 2024

2045 বার পড়া হয়েছে

Shoes

জীবনের শেষ চিঠিটা ভ্লাদিমির মায়কোভস্কি লিখেছিলেন মৃত্যুর একদিন আগে। পরদিন সন্ধ্যায় বুকে রিভলবার ঠেকিয়ে ট্রিগার টেনে দিলেন কবি। উজ্জ্বল আলোয় ঘেরা নিজের অ্যাপার্টমেন্টের মেঝেতে পড়ে যাওয়া তার মৃতদেহ ইতিহাস হয়ে গেলো।
একটু আগেই ঘর থেকে বের হয়ে গেছেন তার তৎকালীন প্রেমিকা ভেরনিকা পোলোনিস্কায়া। সশব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ হয়তো তখনও ভেসে ছিলো শূন্য ঘরের বাতাসে। হয়তো তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ের রেশও তরঙ্গ তুলছিলো ঘরের দেয়ালে। পোলোনিস্কায়া নিজের স্বামীকে ত্যাগ করে মায়কোভস্কির কাছে চলে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু কবি তো তাকে ছাড়া বাঁচবেন না!অ্যাপার্টমেন্টের সিঁড়ি শেষ করে পোলোনিস্কায়া নিচে নামতেই শুনতে পান গুলির শব্দ। তার প্রত্যাবর্তনের পথে তখন মায়কোভস্কির প্রাণহীন শরীর।
চিঠিটা সম্ভবত পাওয়া গিয়েছিলো মায়কোভস্কির লেখার টেবিলের ড্রয়ারে। চিঠির ওপরে লেখা, মা, বোন আর বন্ধুদের উদ্দেশ্যে। চিঠিটা লিখতে গিয়ে সামান্য কেঁপে গিয়েছিলো সমাজতান্ত্রিক রাশিয়ার অভিন্ন হৃদয়ের কবির হাত। নাকি ১৯২৫ সালে প্রকাশিত ‘এ ক্লাউড ইন ট্রাউজার’ কাব্যগ্রন্থের কবির মাথায় তখন ঘুরে ঘুরে উঠছিলো নিজের লেখা কবিতার চরণ,

বিকেল তখন জানালার দিকে পিঠ ফিরিয়ে ছিলো
অথবা পরে ডুবে গিয়েছিলো রাতের কুৎসিত অন্ধকারে
সব ঘটেছিলো হাওয়ায় ভাসতে থাকা ডিসেম্বরে।

চিঠিতে তিনি লিখেছিলেন, ‘‘আমার মৃত্যু নিয়ে কাউকে দোষারোপ করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই নানান জল্পনা-কল্পনার। যে চলে গেলো পৃথিবীর হাত ছেড়ে দিয়ে তার এসব একেবারেই পছন্দ নয়’’।
কিন্তু মায়কোভস্কির এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। শুধুই কি প্রেম পেতে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছিলেন? তিনি সোভিয়েত রাশিয়ার আমলাতন্ত্রের সমালোচনা করেছিলেন। সমাজতান্ত্রিক রাশিয়ার কট্টর শাসন ব্যবস্থার পক্ষে অন্ধ সমর্থন দেননি। তখন সোভিয়েত রাশিয়ায় তার আঁকা ছবির প্রদর্শনী পরিত্যাগ করেছিলেন সরকারের অনুগত লেখক আর শিল্পীরা। ইউরোপে বেড়াতে যাবার অনুমতিও পাননি তিনি। ক্রমশ একা এবং পরিত্যক্ত হয়ে পড়া মায়কোভস্কি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যান। নিজেকে গুটিয়ে নেন সবকিছু থেকে। কেউ কেউ বলেন, এই বেদনার ভার তাকে ঠেলে দিয়েছিলো স্বেচ্ছামৃত্যুর দিকে। ১৯৩০ সালের ১৪ এপ্রিল আত্মহত্যা করেন কবি ভ্লাদিমির মায়কোভস্কি। তখন তার বয়স মাত্র ৩৭ বছর। সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার গভীর সমর্থক মায়কোভস্কি ভিতরে ভিতরে আস্থা হারিয়েছিলেন?

তথ্যসূত্রঃ বিয়ন্ড রাশিয়া
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199